দক্ষ চালক হওয়ার জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। রাজধানী ঢাকাতে অনেক ড্রাইভিং স্কুল রয়েছে যারা মোটরযান ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করে থাকে। তবে এদের অধিকাংশই মানসম্মত নয়। সরজমিনে পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন ঢাকার সেরা দশটি মোটরযান ড্রাইভিং ট্রেনিং সেন্টার-কে লিপিবদ্ধ করা হয়েছে।
২০২৩ সালে রাজধানী সেরা ১০ টি ড্রাইভিং ট্রেনিং সেন্টার:
১. পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল
ড্রাইভিং মডিউল ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের দিক থেকে বাংলাদেশের সেরা ড্রাইভিং ট্রেনিং স্কুল এটি। বিআরটিএ নিবন্ধিত এই ড্রাইভিং স্কুলটি স্বনামধন্য ও অলাভজনক দাতব্য সংস্থা পাথওয়ে এর একটি সহযোগী প্রতিষ্ঠান। মিরপুর কেন্দ্রিক পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক ক্লাসের পাশাপাশি বাধ্যতামূলক থিওরি ক্লাস করতে হয়। ফলে প্রশিক্ষণ ব্যবস্থার দিক থেকে স্কুলটি দেশের শীর্ষ অবস্থান দখল করেছে। দেশের সর্বস্তরের নারী-পুরুষের সাথে সাথে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্যও আছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। প্রতিটি যানবাহনের ইঞ্জিন মেকানিক্যাল এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে সরেজমিনে শেখানো হয় স্কুলটিতে।
প্রযোজ্য ক্ষেত্রে বিনামূল্যে শেখারও সুযোগ আছে।
পাথওয়ের প্রতিটি প্রশিক্ষক বিআরটিএ কর্তৃক অনুমোদিত এবং এদের মাধ্যমে সড়কে প্রতিরক্ষা ও নিরাপত্তামূলক ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এখানে কোর্স ফি ৬০০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত। দেশে একমাত্র এই ড্রাইভিং স্কুলেই শিক্ষার্থী অনলাইনে ভর্তি থেকে শুরু করে যাবতীয় ক্লাস আপডেট পেয়ে থাকে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুলের ওয়েবসাইট এ যেতে ক্লিক করুন।
২. বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউট
এটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কর্তৃক পরিচালিত দেশব্যাপি ড্রাইভিং প্রশিক্ষণের একটি উদ্যোগ। এই সরকারি প্রতিষ্ঠানের কোর্সগুলোর প্রশিক্ষকদের সবাই ড্রাইভিং ইন্সট্রাক্টর লাইসেন্স প্রাপ্ত। কোর্স শেষ হওয়ার পর লাইসেন্স-এর জন্য টেস্ট তেজগাঁওয়ের প্রশিক্ষণ কেন্দ্রটিতেই দেয়া যায়। টেস্ট পরিচালিত হয় ড্রাইভিং কম্পেটেন্সি টেস্ট বোর্ডের অধীনে।
হাল্কা গাড়ির জন্য ৪ সপ্তাহের বেসিক ড্রাইভিং কোর্স ফি ৬,০০০ টাকা, যেখানে ৮ সপ্তাহের ভারী গাড়ি চালানো শিখতে প্রয়োজন হবে ৯,০০০ টাকা। অ্যাডভান্স্ড শিখতে হলে ২ সপ্তাহের হাল্কা গাড়ি ড্রাইভিং কোর্স ফি ৩,৫০০ টাকা এবং ভারী গাড়ি ড্রাইভি কোর্স ফি ৪,৫০০/=। ৩,৫০০ টাকা লাগবে ২ সপ্তাহের মোটর সাইকেল ড্রাইভিং কোর্সের জন্য।
৩. ব্র্যাক ড্রাইভিং স্কুল
দেশ অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ২০১২ সালের নভেম্বর থেকে ড্রাইভিং প্রশিক্ষণ সুবিধা দিয়ে আসছে। রাজধানীর প্রধান এলাকা গুলশান ও উত্তরাকে কেন্দ্র করে তারা বিস্তার করেছে তাদের এই কার্যক্রমটি। স্কুলটির ট্রেনিং সমূহের মধ্যে আছে ১২ দিনের আবাসিক প্রশিক্ষণ এবং ৩৫ দিনের অনাবাসিক প্রশিক্ষণ।
প্রশিক্ষণে গাড়ির চালানোর সময় দারুণ ভাবে ব্লাইন্ড সাইট কাটিয়ে ওঠা রপ্ত করানো হয়। মোট ৩৩টি ক্লাসের মধ্যে ২৮টি ড্রাইভিং ক্লাস এবং ৩টি সিমুলেটর সহ ৫টি তত্ত্বীয় ক্লাস। শুধু ড্রাইভিং-এর জন্য ফি ৮,৫৫০ টাকা যেখানে লার্নিং কার্ড সহ শিখতে গেলে ৯৯৪০ টাকা খরচ করতে হবে। এখানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সহ খরচ ১৫,৬০০ টাকা এবং পেশাদারের ক্ষেত্রে ১৪,৬০০ টাকা।
পড়ুন: একদিনে সীতাকুণ্ড ভ্রমণ
৪. বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইন্সটিটিউট (বিডিডিটিআই)
বিডিডিটিআই সারা রাজধানী জুড়ে ধানমন্ডি, গুলশান, উত্তরা, মিরপুরস্থ এলাকায় ড্রাইভিং শেখানোর কাজ করে আসছে। এখানে আছে প্রশিক্ষণকালীন হোস্টেলে থাকার সুবিধা। অবশ্য ব্যক্তিগত বা ওয়ান টু ওয়ান সেশনের জন্য কোর্স ফি তুলনামূলক ভাবে বেশি। এদের বিশেষত্ব হচ্ছে কোর্স শেষে প্রার্থীকে নিজেদের ইনস্টিটিউটেই এরা চাকরির সুযোগ করে দেয়। বিডিডিটিআইয়ের কোর্সগুলো প্রাথমিক, মধ্যম ও অভিজ্ঞ; এই তিন স্তরে বিভক্ত। বাইক, ম্যানুয়াল ও অটো; তিন গাড়ির জন্যই তারা ড্রাইভিং শিখিয়ে আসছে। স্কুলটিতে গাড়ি ও কোর্সের ধরনের উপর ভিত্তি করে কোর্স ফি ২,৫০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত।
৫. মা টেকনিক্যাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার
গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চল কেন্দ্রিক এই ট্রেনিং সেন্টারটির কোর্সগুলো বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) প্রশিক্ষিত মাস্টার দ্বারা পরিচালিত। পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও আছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। দেড় থেকে দুই মাসের কোর্সগুলোতে ইঞ্জিনের কর্মক্ষমতা সহ লাইসেন্স প্রাপ্তির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়ে থাকে।
ফুল, মিডিয়াম এবং শর্ট এই তিন ক্যাটাগরির ড্রাইভিং কোর্স-এ ৫০০০ থেকে ৭০০০ টাকা ফি নেয়া হয়। প্রশিক্ষণার্থীদের পছন্দের ভিত্তিতে অটো বা ম্যানুয়েল অথবা উভয় গিয়ারের গাড়িতেই ট্রেনিং দেয়া হয়। এই কোর্সগুলো মর্নিং ও ইভিনিং দুই শিফটে করানো হয়ে থাকে। মর্নিং শুরু হয় সকাল ৬টা থেকে আর ইভিনিং শুরু হয় সন্ধ্যা ৭টা নাগাদ।
৬. শিমু ড্রাইভিং স্কুল
মিরপুর ও ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা কেন্দ্রিক প্রতিষ্ঠিত শিমু ড্রাইভিং স্কুলটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। শুরু থেকেই সড়ক নিরাপত্তাকে একটি প্রধান উদ্বেগ হিসাবে বিবেচনা করে এখানে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করে আসছে।
জনসাধারণকে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি শিমু ড্রাইভিং স্কুল অনেক সরকারি-বেসরকারি কর্পোরেট কোম্পানির জন্য ড্রাইভিং প্রশিক্ষণ সরবরাহ করেছে। এ স্কুলে দুটি কোর্সের মধ্যে ১ মাস ব্যাপি গোল্ডেন কোর্স ফি ১০,০০০ টাকা এবং ২০ দিনের সিলভার কোর্সটির মূল্য ৮,০০০ টাকা। স্কুলটির ওয়েবসাইট এ যেতে ক্লিক করুন।
৭. এশিয়া ড্রাইভিং স্কুল
পুরান ঢাকার ড্রাইভিং স্কুলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ড্রাইভিং স্কুলটি। ড্রাইভিং পরীক্ষার প্রতিটি সেকশন একদম হাতে ধরে ধরে বুঝানোর জন্য সেই এলাকার সবাই ভীড় জমান আজিমপুর রোডের সলিমুল্লাহ এতিমখানা মার্কেটের এই ট্রেনিং সেন্টারটিতে। বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ অনুমোদিত এই ড্রাইভিং ট্রেনিং সেন্টারের কোর্স ফি বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে ৩,৫০০ থেকে ৯,৫০০ টাকা পর্যন্ত নেয়া হয়ে থাকে।
৮. তালতলা মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল
খিলগাঁও এলাকায় গাড়ি চালানো শেখার সেরা মাধ্যমগুলোর মধ্যে এই ট্রেনিং সেন্টারটি অন্যতম। মালিক মোহাম্মদ আলী হোসাইন নিজে একজন দক্ষ গাড়ি চালক এবং তিনিই এখানে প্রধান প্রশিক্ষক। গাড়ির লাইসেন্স ও রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে স্থানীয় ড্রাইভিং সেন্টারগুলোর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা পাওয়া যায় এই প্রশিক্ষকের কাছ থেকে। বিআটিএ অনুমোদিত এই প্রশিক্ষণালয়ে রয়েছে মহিলাদের জন্যও ড্রাইভিং শেখার সুব্যবস্থা।
৯. টিটিআই ড্রাইভিং ট্রেনিং সেন্টার
বিআরটিএ অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র টিটিআই। বিআরটিএ প্রত্যয়িত পেশাদার প্রশিক্ষক এম. এ. রব টিটিআই এর পরিচালক এবং তিনি নিজের তত্ত্বাবধানেই গাড়ি চালানো শেখান। পান্থপথের গ্রীণরোড সংলগ্ন এলাকায় অবস্থিত এই ড্রাইভিং স্কুলটিতে সাপ্তাহিক ৫ দিন ক্লাসের ১ মাসের কোর্স-এ ফি নেয়া হয় ১০,০০০ টাকা। ছাত্র-ছাত্রীরা বিশেষ ছাড়ে এখান থেকে ড্রাইভিং শিখে নিতে পারেন। নারীদের প্রশিক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
১০. ন্যাশনাল ড্রাইভিং স্কুল
ধানমন্ডিতে ড্রাইভিং-এ হাত পাকাপোক্ত করার জন্য নির্ভরযোগ্য নাম হচ্ছে ন্যাশনাল ড্রাইভিং স্কুল। গাড়ি চালনার থিওরি ও ব্যবহারিক ক্লাসের পাশাপাশি এখানে রয়েছে যান্ত্রিক দক্ষতা অর্জনের সুযোগ।
এ স্কুলটির ৩০টি ক্লাসের কোর্সের মধ্যে অন্তর্ভূক্ত আছে ২৪টি ব্যবহারিক ক্লাস এবং ৬টি থিওরি ক্লাস। সেন্টারটির অবস্থান ধানমন্ডি-২৭ নাম্বারে হওয়ার কারণে এর প্রশিক্ষণার্থীরা ছড়িয়ে আছেন আশেপাশের পান্থপথ থেকে শুরু করে লালমাটিয়া ও মোহাম্মদপুর পর্যন্ত।
পড়ুন: বেশিরভাগ সড়ক দুর্ঘটনাই অব্যবস্থাপনার ফল
বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। গড়ে প্রতিবছর ১০ হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে এবং প্রায় ২০ হাজার মানুষ হতাহত হচ্ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পরিবহন চালকরা। এক্ষেত্রে চালককে হতে হবে দক্ষতা সম্পন্ন।
একজন দক্ষ চালক বা ড্রাইভার হিসেবে নিজেকে আত্মপ্রকাশের জন্য অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণ নেয়া প্রয়োজন। যার জন্য আপনি উল্লেখিত সেরা দশটি ড্রাইভিং স্কুল থেকে আপনার ড্রাইভিং প্রশিক্ষণ নিতে পারে। তবে অবশ্যই আপনি সর জমিনের ড্রাইভিং স্কুলগুলো ভিজিট করে এবং তাদের প্রদানকৃত সুযোগ-সুবিধা গুলো দেখে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।